নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ’ত্যু


manobota television প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন /
নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ’ত্যু


গোলাম রব্বানী হিলি প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সিনহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামেএ ঘটনা ঘটে।
নিহত শিশু নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার রত্নাদীঘির সুজন মিয়ার একমাত্র কন্যা। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সম বয়সের তিন শিশু বাড়ির পাশে পুকুরেরধারে খেলছিল।খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শিশু সিনহা পুকুরে পড়ে যায়, পরে অন্য শিশুরা পরিবারকে জানালে পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় দলার দরগা কে এম মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জেনেছি। তারপর ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত শিশুটিকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।