দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য হলেন সাংবাদিক আসহাবুল আলম


manobota television প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ১০:২২ অপরাহ্ন /
দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য হলেন সাংবাদিক আসহাবুল আলম

দামুড়হুদা প্রতিনিধিঃদামুড়হুদা প্রেসক্লাবের নবাগত সদস্য হলেন সাংবাদিক আসহাবুল আলম। আজ মঙ্গলবার বেলা ৪টার সময় দামুড়হুদা প্রেসক্লাবের জরুরি বৈঠকে তাকে সদস্য পদ দেওয়া হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতি ক্রমে সভাপতি শামসুজ্জোহা পলাশ ও সাধারণ সম্পাদক তানজির ফয়সাল তাকে দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য পদ ঘোষণা দেন।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির ফয়সাল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কজল, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রচার ও প্রচারণা সম্পাদক সালেকিন মিয়া সাগর, নির্বাহী সদস্য-হাবিবুর রহমান হবি, আরিফুর ইসলাম মিলন, মেহেদী হাসান মিলন, সদস্য- খালেকুজ্জামান, হেলাল উদ্দিন, আল- সাফায়েত প্রমুখ। নবাগত সদস্য, আশহাবুল আলমা দৈনিক আজকের বসুন্ধরা, দৈনিক সকালের খোঁজখবর ও দৈনিক অর্থদৃষ্টির দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, এর আগে আসহাবুল আলম সদস্য পদ পেতে গত ২০২৪ ইং সালে দামুড়হুদা প্রেসক্লাবে প্রয়োজনীয় কাগজ পত্র সংযুক্ত সহ আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রেসক্লাব কর্তৃপক্ষ সার্বিক বিষয়াদি যাচাই-বাছাই শেষে তাকে সর্বসম্মতিক্রমে সদস্য পদ দেওয়া হয়।