দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় হলদে পাখিদের টেষ্ট কার্ডের উপর পাঠদান ও পরীক্ষা গ্রহণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১১ টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন খুলনা অঞ্চলের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ও স্থানীয় কমিশনার ফাহমিদা রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা মাধ্যমিক স্কুল সুপার ভাইজার রাফিজুল ইসলাম, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও জেলা কমিশনার রেবেকা সুলতানা।বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন,খুলনা অঞ্চলের ট্রেইনার রিপা খাতুন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা রাহেল খাতুন গার্লস স্কুলের শরীরচর্চা শিক্ষিকা দিলরুবা খানম।
আপনার মতামত লিখুন :