হিলিতে ড্রিমল্যান্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


manobota television প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ন / ১৪
হিলিতে ড্রিমল্যান্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


দিনাজপুরের হাকিমপুরে বাংলাহিলি ড্রিমল্যান্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) হাকিমপুর হিলি পৌর শহরের থানা রোডে অবস্থিত ড্রিমল্যান্ড স্কুল প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। দুপুরের পর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিকেল চারটায় আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কুলের পরিচালক সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী।
আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা (এখন টিাভি) শিক্ষিকা নিলুফা ইয়াসমিন, শিক্ষক মেহেদী হাসান সহ অনেকে।
স্কুলের পরিচালক সহকারী অধ্যাপক মোঃ ওবায়দুর রহমান বলেন, ২০১১ সালে এই বিদ্যালয়টি তিনি প্রতিষ্ঠা করেন। অনেক চড়াই উত্তারাই পাড়ি দিয়ে প্রতিষ্ঠানটি আজকে এই অবস্থানে এসেছে। তিনি স্কুলের উত্তরতর উন্নতি কামনা করেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা বলেন, আমাদের হাকিমপুর পৌর শহরের অন্য কিন্ডারগার্ডেন স্কুলের চেয়ে আমাদের স্কুলের বৈশিষ্ট্য আলাদা। এখানে আপনাদের ছেলে মেয়েরা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা ও ইংলিশ স্পোকিং মাধ্যমে ইংলিশে কথা বলতে পারবে।

প্রধান অতিথি মোঃ গোলাম রব্বানী বলেন, আজকের শিশু আগামীর কর্ণধার। শিশুর সুস্থ মেধা বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়ার বিকল্প নাই। ছেলে মেয়েদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।