হিলিতে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


manobota television প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন /
হিলিতে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


গোলাম রব্বানী হিলি প্রতিনিধিঃপবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর এর হাকিমপুর হিলিতে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) ১০ মাহে রমজান উপজেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনয় এবং সভাপতি মোঃ সবিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক।
আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাবেক ছাত্র শিবির নেতা মীর শহীদ হোসেন, সহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায অধিকার নিয়ে আলোচনা করেন। সেই সাথে প্রতি মাসের রিপোর্ট তৈরির জন্য শ্রমিকদের পরামর্শ প্রদান করেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন হিলি স্থলবন্দর যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। কিন্তু এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন ট্টেড নেই। তাই অতি দ্রুত এই স্থলবন্দরে একটি ট্রেড বসানো হবে ইনশাআল্লাহ! যেখান থেকে স্থলবন্দরের শ্রমিকরা তারা তাদের ন্যায অধিকার পাবে বলে আশা করেন।