দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কানাইডাঙ্গা গ্রামের সন্তান সোহরাব হোসেন (সিরা) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। গতকাল শনিবার সকাল ৯ টার সময় ভারতে চিকিৎসাধীন অবস্থায় শেষ তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাগেছে তিনি ১৯৯২ সালে কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে কানাইডাঙ্গা ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯৭ সালে চেয়ারম্যান পদপ্রার্থীও ছিলেন। তার মৃত্যুর খবর শুনে দুপুরে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল হাসান তনু কানাইডাঙ্গায় ছুটে আসেন। এসময় তিনি তার আত্নার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :