শৈলকুপায় আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প


manobota television প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন / ১২
শৈলকুপায় আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

নাজমুস সাকিব, ঝিনাইদহ :- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আদ্-দ্বীন হাসপাতাল একটি বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। ক্যাম্পটি আগামীকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয়ে আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী চলবে।অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।ক্যাম্পে চক্ষু, দন্ত এবং ডায়াবেটিস সংক্রান্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। বিশেষ করে, চোখে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে ছানি অপারেশন, প্রয়োজনীয় ঔষধ এবং কালো চশমা প্রদান করা হবে। এসব রোগীদের যশোর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা করা হবে।এই ক্যাম্পের আয়োজনে সামাজিক সংগঠন ‘পরিবর্তন’ সহায়তা প্রদান করছে।আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগটি সমাজের দরিদ্র জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে তারা সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে।