হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


manobota television প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন / ১৫
হিলিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ডলি মেমোরিয়াল কিন্ডারগার্ডেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী)  পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

এর আগে সকালে ডলি মেমোরিয়াল স্কুলের ২৫ বছর পূর্তি হওয়ায় রজতজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি স্কুল থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডলি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম মানিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, ফেরদৌস আলী খান স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ, সাবেক পৌর কাউন্সিলর রাকিবুল ইসলামসহ অনেকে। 

আলোচনা সভা শেষে ডলি মেমোরিয়াল স্কুলের ৩১ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট  দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়। সবশেষে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।