দামুড়হুদায় ব্রাইট স্টার কোচিং সেন্টারে অধ্যানরত শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টার সময় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে ব্রাইট স্টার কোচিং সেন্টারের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রাইট স্টার কোচিং সেন্টারের তত্বাবধায়ক আয়াতুল্লাহ খোমিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো রফিকুল হাসান তনু।
তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো আক্তারুজ্জামান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুর রহমান সবুজ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মিঠু, দামুড়হুদা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতুব উদ্দিন, ব্যতিক্রম শিক্ষা একাডেমি, চুয়াডাঙ্গার পরিচালক খায়রুল বাশার, দামুড়হুদা মাধ্যমিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠের মাধ্যমে শুভ সুচনা হয়। এর পর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং কীর্তি ছাত্র-ছাত্রীদের উপহার হিসেবে বই প্রদান করা হয়। পরবর্তীতে
ওস্তাদ আক্কাস আলীর পরিচালনা এবং দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী নওশীন ও তার ছাত্রীরা মনোমুগ্ধকর সংগীত, নিত্য ও নাটিকা পরিবেশন করেন।
আপনার মতামত লিখুন :