মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ঃ০১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণে পুষ্প স্তবক অর্পণ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এরপরে বীর মুক্তিয়োদ্ধা, বাংলাদেশ পুলিশ, উপজেলা বিএনপি, পৌরসভা, হিলি প্রেসক্লাব, হিলি শুল্ক স্টেশন,গণ অধিকার পরিষদ, হাসপাতাল, আনাসার,পল্লী বিদুৎ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আজ সকালে হাকিমপুর নারী উদ্যোক্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের স্বরণ করেছেন।ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।এছাড়াও আজ ২১ ফেব্রুয়ারী সকাল থেকে ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহণে শুরু হয়েছে চিত্রা অংকন প্রতিযোগিতা, বিভিন্ন স্কুলের ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং দুপুরে বাদ জুম্মা শহীদদের স্বরণে প্রতিটি মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল ও যুবদলের যুগ্ম সম্পাদক আরমান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সার্কেল এএসপি আ,ন,ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা, পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলেন আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকে।
আপনার মতামত লিখুন :