দামুড়হুদায় পবিত্র মাহে রমজান ২০২৫ ইং উপলক্ষে সাশ্রয় মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে সাশ্রয় মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
সাশ্রয় মূল্যে বিক্রয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল এ সময় তিনি বলেন আমাদের লজ্জা লাগে যেখানে মাহে রমজান উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশে সাশ্রয় মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করা হয় আর আমাদের দেশে হয় তার উল্টাটা। আমরা যারা ব্যবসায়ী আমাদের উচিত হবে লোভ কম করে, মুসলিম উম্মাহের পানে তাকিয়ে অল্প লাভ করে বেশি বিক্রয় করা। যাতে আমরা একদিকে সৎ ভাবে ব্যবসা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি অপর দিকে মুসলিম উম্মার খেদমত করতে পারি। আমরা প্রতিকী হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে প্রতি মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয় মূল্যে দূধ, ডিম ও মাংস বিক্রয়ের যে উদ্যোগ নিয়েছি জনগণ চাইলে ব্যাপক আকারে এই উদ্যোগের প্রসার ঘটানো হবে।
এসময় খাসির মাংস ৯৫০ টাকা কেজি, প্রতি পিছ ডিম ৯ টাকা ৫০ পয়সা, দুধ প্রতি লিটার ৭০ টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রয় করা হয়।
দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :