দামুড়হুদা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ ই মার্চ (শনিবার) সকাল ১০ টার সময় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
দামুড়হুদা উপজেলা জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এ সময় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৪৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়ে ক্যাম্পইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এবার উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৩০ হাজার ৯’শ ৭৭ জন শিশুর লক্ষ্যমাত্রা অর্জনে ৬-১১মাস বয়সী ৩ হাজার ৭’শ ৫ জন শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সীর ২৭ হাজার ২’শ ৭২ জন শিশুকে একটি করে লাল রঙের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, এমটিইপিআই ফারুক আহমেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন,দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হবি, স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান বেলটু,স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, ইউপি সদস্য নিয়াকত আলী, শামসুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হাসিনা খাতুন, রুপালি খাতুন ও সাহানাজ খাতুন প্রমুখ।
আপনার মতামত লিখুন :