কার্পাসডাঙ্গায় টিউবয়েলের গর্তের পড়ে শিশুকন্যার করুন মৃ’ত্যু


manobota television প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৬:১০ অপরাহ্ন / ১৭
কার্পাসডাঙ্গায় টিউবয়েলের গর্তের পড়ে শিশুকন্যার করুন মৃ’ত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুরে বাড়ির আঙ্গিনায় থাকা গর্তের পানিতে ডুবে তাবাচ্ছুম খাতুন নামে ৯ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।আজ রোববার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত তাবাচ্ছুম খাতুন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার তরিকুল ইসলামের মেয়ে।নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বাড়ির আঙ্গিনায় বসে খেলছিল তাবাচ্ছুম। তার মা রান্নায় ব্যস্ত ছিলেন।

এ সময় টিউবওয়ের পাশে পানি রাখার জন্য ব্যবহৃত গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে মৃত অবস্থায় তাবাচ্ছুমকে উদ্ধার করে।স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, শিশু তাবাচ্ছুমকে বাড়ির উঠানে রেখে মা রান্না করছিলেন। এ সময় খেলতে খেলতে পাশের একটি গর্তের মধ্যে পড়ে যায়। এতে গর্তে থাকা পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম।এ বিষয়ে জানতে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিস্তারিত জানতে খোজ নিচ্ছি। তথ্য সূত্র,রেডিও চুয়াডাঙ্গা