না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর


manobota television প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ২:৫৪ অপরাহ্ন / ৩৬
না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী স্যাম মুর। শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল গ্যাবলসে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৮৯ বছর।

ষাটের দশকে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ডেভের সঙ্গে গান গাইতেন স্যাম। এমনকি সংগীতাঙ্গনে তারা ‘স্যাম অ্যান্ড ডেভ’ নামে পরিচিত ছিলেন। ‘সোল ম্যান’সহ একসাথে বহু জনপ্রিয় গানে সুর তুলেছিল তারা।

এবিষয়ে স্যামের প্রচার প্রতিনিধি জেরেমি ওয়েস্টবি সাংবাদিকদের জানান, সম্প্রতি একটি অস্ত্রোপচারের পর কিছু জটিলতায় ভুগছিলেন তিনি। তারপর থেকেই ধীরে ধীরে অসুস্থ হন স্যাম।

জনপ্রিয় এই সংগীতশিল্পী গানের বাইরেও রাজনীতিতে যুক্ত ছিলেন। এমনকি ১৯৯৬ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বব ডলের জন্য গানও লিখেছিলেন স্যাম।

সূত্র: হলিউড রিপোর্ট।