দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ছানা ব্যাবসায়ী হাতিভাঙ্গার আব্দুর রাজ্জাক নি’হ’ত


manobota television প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন / ১৮
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ছানা ব্যাবসায়ী হাতিভাঙ্গার আব্দুর রাজ্জাক নি’হ’ত

দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের ছানা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা বাস স্ট্যান্ড চত্বরের অদূরে হামে হুজুরের মার্কেটের সামনে ( হাসিনা মার্কট) দামুড়হুদা টু চুয়াডাঙ্গা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৫০)দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড হাতিভাঙ্গা গ্রামের মৃত আলী বক্সসের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহিত আব্দুর রাজ্জাক একজন ছানা ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় তিনি নিজের মোটরসাইকেলে করে ছানা বিক্রয়ের জন্য চুয়াডাঙ্গায় গিয়েছিলেন, ছানা বিক্রয় শেষে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাস স্ট্যান্ডের অদূরে হামে হুজুরের মার্কেটের সামনে ( হাসিনা মার্কেট) এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লেগুনার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।