দামুড়হুদার কুঁনিয়া গ্রামের নিমি খালি মাঠে ভৈরব নদের মাটি কেটে বিক্রির অপরাধে মাটি ব্যবসায়ী নওশাদ আলীকে (৫০) তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাটি ব্যবসায়ী নওসাদ আলী দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের কুনিয়া গ্রামের মৃত হাসান মন্ডলের ছেলে। আজ সোমবার সকালে মাটি ব্যবসায়ী নওশাদ আলী কে দন্ডদেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের ভৈরব নদের তীরবর্তী মাঠে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভৈরব নদের মাটি কাটা যন্ত্র ১টি ভেকু মেশিন, ৯টি মাটি ভর্তি ট্রাক্টর, ১টি ভেকু মেশিন বহনকারী ট্রাক আটক করা হয়।
পরে অবৈধ মাটি পরিবহনকারী ট্রাক্টরগুলো ও ভেকু মেশিনের মালিক সনাক্ত না হওয়ায় সেগুলো ছেড়ে দিয়ে ভেকু মেশিন বহনকারী ট্রাক টি জব্দ করে মাটি ব্যবসায়ী নওশাদ আলীকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাটি বালু ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী নওশাদ আলী কে দোষী সাবস্ত করে তিন লাখ টাকা জরিমানা করেন।
দন্ডপ্রাপ্ত মাটি ব্যবসায়ী তার জরিমানার অর্থ নগদে পরিশোধ করে মুক্ত হন। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।
আপনার মতামত লিখুন :