দামুড়হুদায় উপজেলা আইন শৃঙ্খলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।


manobota television প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন /
দামুড়হুদায় উপজেলা আইন শৃঙ্খলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইন শৃঙ্খলা, চোরাচালান, সন্রাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর,দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু,দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বুলেট, দামুড়হুদা উপজেলা জামাতের আমীর নায়েব আলী, সহকারী সেক্রেটারি জেনারেল আবেদ-উদ-দৌলা টিটন, দামুড়হুদা মডেল মসজিদের ঈমাম ও খতিব মুফতি মামুনুর রশীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা শাখার সদস্য সচিব রাশেদসহ বিজিবির বিভিন্ন ক্যাম্প কোম্পানির কমান্ডারবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় বক্তারা দামুড়হুদা উপজেলার মডেল মসজিদের রাত্রিকালীন নিরাপত্তা এবং উপজেলার কার্পাসডাঙ্গায় অব্যাবহীত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন অব্যাবহীত সরকারি বিল্ডিং ব্যবহার উপযোগী করে চলমান রাখা যায় কিনা আলোচনা করেন। কারণ এসব বিল্ডিং ব্যবহার না হওয়ার ফলে মাদকসহ নানা অপকর্মের অভয়ারণ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে।উপজেলার বিভিন্ন সরকারি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও অসহযোগিতা মূলক আচরণের ব্যাপারে আলোচনা করা হয়।সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরা চালান বেড়ে যাওয়া এবং লোকনাথপুর টু পরানপুর আঞ্চলিক সড়কসহ
উপজেলার বিভিন্ন সড়কে ছিনতাই ডাকাতি বেড়ে যাওয়ায় সবাই উদ্বেগ প্রকাশ করা হয়।এছাড়া উপজেলায় চলমান সন্ত্রাস, চাঁদাবাজ এবং রাজনৈতিক হানাহানির ফলে সমাজে যারা বিশৃঙ্খলার চেষ্টা করছে দল মত নির্বিশেষে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সভায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ একমত প্রকাশ করেন।

উপরোক্ত সমস্যাবলী সমাধানকল্পে করণীয় সম্পর্কে উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তিথিমিত্র সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।