গোলাম রব্বানী হিলি প্রতিনিধি
দিনাজপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ মোট ৬ দফা দাবিতে তারা এ অবরোধ করেন। এতে সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন। এসময় তারা সড়কেই জুম্মার নামাজ আদায় করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনর সুযোগ বাস্তবায়ন করতে হবে; ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর এ সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে ও জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ৩০ শতাংশ ক্রাফট ইন্সট্রাক্টর কোটা বাতিল করতে হবে।
আপনার মতামত লিখুন :