দর্শনা কালিদাসপুর-লোকনাথপুর সড়কে ছিনতাইকারীদের কবলে সাংবাদিক মানিক।। হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবের নিন্দা 


manobota television প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ন /
দর্শনা কালিদাসপুর-লোকনাথপুর সড়কে ছিনতাইকারীদের কবলে সাংবাদিক মানিক।। হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবের নিন্দা 

দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের ওপর ছিনতাইকারীদের হামলা,  মোটরসাইকেল ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী বৈঠক অনুষ্ঠিত। বৈঠক থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতারের দাবী করা হয় সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি।

গতকাল বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভায় এঘটনার তীব্র নিন্দা জানানো হয়। 

দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীর আলম মানিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় দামুড়হুদা প্রেসক্লাবসহ দামুড়হুদা উপজেলার সকল সাংবাদিকরা একত্রিত হয়ে কঠোর আন্দোলনে নামবে বলে জানানো হয়।

জরুরী সভায় উপস্থিত  সাংবাদিকরা দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য রক্তাক্ত জখম সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের ওপর ছিনতাই ও ডাকাত চক্র দূর্বৃত্তদের সন্তাসী হামলার প্রতিবাদ জানিয়ে বলেন-আইনশৃঙ্খলা বাহিনিকে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আহব্বান জানান।হামলাকারীরা যেই হোক না কেন, দ্রুত গ্রেপ্তার করা না হলে উপজেলার সকল সাংবাদিকরা তাদের সহযোদ্ধার ওপর এমন ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা সহ ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে

বলেন- একজন সংবাদকর্মীর ওপর এমন  ন্যাক্কারজনক হামলার ঘটনা খুবই মর্মান্তিক এবং দুঃখ জনক। এটি মেনে নেওয়া হবে না। এ সাংবাদিক নেতা বলেন- একজন সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন ব্যাক্তির ওপর আক্রমণ নয়, স্বাধীন গণমাধ্যমের কন্ঠ রুদ্ধ ও হত্যার চেষ্টা করা। কাজেই অনতিবিলম্বে ডাকাতির কবলে পড়ে খোয়ানো মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার পূর্বক প্রকৃতি দোষীদেরকে দ্রত চিহ্নিত করে গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না করা হলে প্রেসক্লাবের পক্ষ থেকে বৃহত্তম আন্দলোন ও কর্মসূচি পালন করা  হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনিকে আরও নিরপেক্ষ ও কঠোর হওয়ার আহব্বান জানান তিনি।

এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি এজাহার দায়ের  হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।