, ঝিনাইদহ :-ঝিনাইদহের মহেশপুরে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত কর্মী আব্বাস মাস্টারের সঙ্গে বিরোধ ছিল। বিরোধ নিস্পত্তির জন্য গেল রাতে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক মারপিট করে আব্বাসের লোকজন। এতে ঘটনাস্থলেই মারা যায় জাফর আলী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এখনও কোনো মামলা হয়নি। আসামি আটক হয়নি। তবে আসামি আটকের অপারেশন শুরু হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :