দামুড়হুদা প্রতিনিধি:দামুড়হুদায় ফিলিস্তিনের গাজায় মুসলিমদের উপর ইসরাইলি বাহিনীর বর্বচোরিত হামলা ও ভারতে মুসলিমদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও নির্যাতিত মুসলিমদের জন্য মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর বেলা ২ টার দিকে দামুড়হুদা চৌরাস্তার মোড় থেকে উপজেলা উলামা পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে প্রথমে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটিতে উপস্থিত তৌহিদি জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিনে হামলা কেন জবাব চাই, ইসরাইল আমেরিকা ধ্বংস হোক নিপাত যাক, বিশ্ব মুসলিম এক হও ঐক্য গড় ফিলিস্তিনকে রক্ষা করো, ইজরাইলি পণ্য বয়কট বয়কট, ধ্বংস হোক নিপাত যাক ভারতীয় হিন্দুত্ববাদ, ভারতে মুসলমানদের উপর পাশবিক নির্যাতন কেন জবাব চাই জবাব চাই নানা রকম স্লোগান দিতে দিতে মিছিলটি উপজেলা শহর পরিদক্ষিণ করে বাসস্ট্যান্ড হয়ে পুনারায় চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচন সভা ও নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ইসরাইল বাহিনীর দখলকৃত ফিলিস্তিন সম্পর্কে পবিত্র কোরআন হাদিসের আলোকে দখলদার ইসরাইলদের ইতিহাস তুলে ধরেন এবং ইসরাইল বাহিনী কর্তৃক ফিলিস্তিনি শিশু নারীসহ সর্বোপরি মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সারা বিশ্বব্যাপী মুসলমানদের ইসরাইলি বয়কট করার আহ্বান জানান। এছাড়াও বক্তারা ভারতে মুসলমানদের বুলডোজার দিয়ে মসজিদ ধ্বংস,নারীদের উপর পাসবিক নির্যাতন এবং মুসলমানদের ইবাদত বন্দেগীতে বাধা প্রদানের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বক্তব্য শেষে নির্যাতিত মুসলমানদের জন্য মহান আল্লাহপাকের দরবারে ফরিয়াদ জানিয়ে উপজেলা মসজিদের পেশ ইমাম ও খতিব আশরাফুল আলমের পরিচালনায় দোয়া করা হয়।
দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি এখলাসুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক চিৎলা কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলীম, বাইতুন নূর কমপ্লেক্স এর পরিচালক মাওলানা আব্দুস সাত্তার, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামিউল্লাহ, উজিরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান, দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফেরদৌসসহ হাজারো তৌহিদি জনতা।
আপনার মতামত লিখুন :