স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা স্লোগান, আটক ৩


manobota television প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন /
স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা স্লোগান, আটক ৩


সাভার উপজেলা প্রতিনিধিঃ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে লাল পতাকা হাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের ঝটিকা স্লোগান দিতে দেখা গেছে। এসময় সৌধ এলাকা থেকে উস্কানিমূলক স্লোগান দেয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আওয়ামী লীগের অনুসারী তিনজনকে আটক করা হয়।

আটকেরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহাসচিব সিরাজগঞ্জ জেলার সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার দক্ষিন গাজীরচট সোহেল পারভেজ (৪১)।

জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে ৫০ জনের মত লোক লাল পতাকা হাতে আওয়ামীলীগের বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েক জনকে মারধর করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ সন্দেহে তিনজনকে আটক করে নিয়ে যায়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, আনুমানিক ১১ টার সময় ৫/৬ জন জাতীয় স্মৃতি সৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো। এসময় তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।