দামুড়হুদার হাউলী ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত


manobota television প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন /
দামুড়হুদার হাউলী ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন ছাত্রদলের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২৭শে রমজান বেলা সাড়ে ৫টার সময় হাউলী ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে জয়রামপুর স্কুল বটতলা ঈদগাহ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হাউলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ ফারুক হোসাইন বাবু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক শাকিল হোসেন, উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, হাউলী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক তামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিক, সহসাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রকি, ইউনিয়ন ছাত্র দলের সদস্য ও জেলা প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক কুরবান হাসান। ইউনিয়ন ছাত্রদল নেতা আলিফ হাসান, আশরাফুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে ছাত্র দলের নেতাকর্মীরা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানো খুব তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে আসতে পারে সেজন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন