দামুড়হুদা প্রতিনিধি:আবর্তমানবতার সেবায় নিয়োজিত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান “ওরা বন্ধু সংঘ’র পক্ষ থেকে সমাজের বিধবা,অসহায়,স্বামী পরিত্যক্তা,দিনমজুরসহ ৭৫ টি পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও ঈদ উপহার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।প্রদানকৃত ঈদ উপহার সামগ্রী’র মধ্যে ছিলো সেমাই, চিনি,সুজি,আলু,পেঁয়াজ,
লবন,তেজপাতা,বাদাম,কিসমিস,রসুন ও ডালডা।
গতকাল বিকাল সাড়ে ৪ টার সময় “ওরা বন্ধু সংঘ সংগঠনের সভাপতি তানজীর ফয়সালের ব্যাক্তিগত উদ্যোগে ইফতার ও সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনটি ২০০৩ সালে জন্ম লাভের পর থেকেই এ পর্যন্ত শীতার্ত মানুষের শীতবস্ত্র উপহার,আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান,ঈদ পূর্বে ঈদ উপহার সামগ্রী প্রদান,মুমূর্ষু রোগীর জন্য রক্ত ব্যাবস্থা করণসহ সমাজ তথা মানব কল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছে।ফলে স্থানীয় বাসিন্দাসহ উপকারভোগীরা বলছেন, প্রতিবছরই”ওরা বন্ধু সংঘ’র এমন আয়োজন তাদের জন্য অনেক উপকারে আসছে।ফলে তাদের ঈদ আনন্দ আরও অর্থবহ করে তোলে।
“ওরা বন্ধু সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি তানজীর ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেশ ব্রিকস এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল কাদির। দীর্ঘ প্রায় ২২ বছর সংগঠনটি সামজিক উন্নয়নে কাজ করে আসছে জেনেছি উল্লেখ করে তিনি বলেন,সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই মানবতার প্রকৃতি সার্থকতা।সামাজিক বৈষম্য কমে যাবে সমাজের বিত্তবানরা যদি এমন উদ্যোগে এগিয়ে আসেন।”ওরা বন্ধু সংঘ” যে উদ্যোগ নিয়ে সমাজের বিধবা,এতিম অসহায়দের অসহায়ত্বের ছোঁয়া মুছে দিতে উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে,তা সত্যিই প্রশংসনীয়।ওরা বন্ধু সংঘ আগামীতে আরও বৃহৎ পরিসরে মানবতার কল্যাণে কাজ করে যাবেন এবং সংগঠনটির এমন আয়োজন অবহ্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন।
ওরা বন্ধু সংঘ’র উপদেষ্টা,দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজলের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এল,জি,ই,ডি কনস্যটেন্ট আক্তার রসুল, দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান,উপ- সহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম।অনুষ্টানে অতিথি ছিলেন, সাংবাদিক শেখ হাতেম,সদস্য তিতুয়ার,জুবায়ের,আল সাফায়েত প্রমুখ।
আপনার মতামত লিখুন :