গোলাম রব্বানী হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোর ৬টা ২ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা প্রশাসন, হিলি স্থল শুল্ক স্টেশন, উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠন, হাকিমপুর থানা, পল্লী বিদ্যুৎ হিলি জোনাল অফিস, হিলি পানামা পোর্ট লিংক লিঃহিলি কাস্টমস, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, হিলি ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনালী ব্যাংক, হিলি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহিদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪ গনঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এরপর একই দিন সকাল ৯ ঘটিকায় হাকিমপুর সরকারি কলেজ মাঠে ফেস্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন, এক মিনিট নিরবতা পালন, বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান, বিভিন্ন বাহিনীর কুচ-কাওয়াজ, এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডিপুটি কমান্ডার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সুজন মিঞা,পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলতুতমিশ আকন্দ, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী, তিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম, নাজমুল হোসেন ও ইমরান আলী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :